স্বেচ্ছাসেবী সংগঠন “বোয়ালখালীর কল্যাণে আমরা” পবিত্র রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচীর প্রথম ধাপে ২শত পরিবারের মাঝে ভালোবাসা বিতরণ শুরু করেছে।

শুক্রবার (৮ই মে) বিতরণের ১ম দিনে ৭০টি পরিবারের ভালোবাসা সরূপ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

বিতরণ কার্যক্রমে রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ বাপ্পি, হাসান মুরাদ, সভাপতি মোহাম্মদ ওয়াজেদ, এডমিন ও কার্যকরী সদস্য আল জাবের, মহিউদ্দিন, তৈয়ব, সাইমন, জয়নাল, জাবেদ, সায়েম, রিদুয়ান প্রমুখ।

সংগঠনের মানবিক কার্যক্রমে সকলের সহযোগিতা করে সংগঠনের সভাপতি মোহাম্মদ ওয়াজেদ জানান ১ম ধাপে ২শত অসহায় পরিবারের কাছে এ উপহার সামগ্রী পৌঁছানো হবে।

২০১৫ থেকে সংগঠনটি ঈদ বস্ত্র বিতরণ, শিক্ষাসামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here