ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত প্রথম এক রোগীকে শনাক্ত করার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
পরীক্ষার পর নিশ্চিত করা হয় যে চীনের উহান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত।
ওই শিক্ষার্থীকে একটি হাসপাতালে আলাদা রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়। তবে ওই শিক্ষার্থী কবে চীন থেকে ফিরেছেন তা স্পষ্ট নয়।
সম্প্রতি যেসকল যাত্রী চীন ভ্রমণ করেছেন, ভাইরাসের লক্ষণ শনাক্ত করতে ভারতের অন্তত ২০টি বিমানবন্দরে তাদের স্ক্রিনিং করা হচ্ছে।