নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল বলেছেন, বৌদ্ধরা বাঙালি সভ্যতার আড়ত। ইতিহাস সংস্কৃতি নিয়ে এদেশে অহিংস শান্তির বাণী ছড়িয়ে যাচ্ছেন বৌদ্ধরা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ আয়োজিত বার্ষিক বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সাংসদ এ কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ছিলেন ব্যবসায়ী পান্না লাল বড়ুয়া।
সংগঠনের সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া। যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অধীর বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া।
এতে আশীর্বাদক ছিলেন, শাসনপ্রিয় মহাস্থবির, শ্রীমৎ শুভানন্দ স্থবির। বিশেষ অতিথি ছিলেন মিলন বড়ুয়া বিএসসি, বিকাশ কুমার চৌধুরী, পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, ডালিম বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, জাসদ সভাপতি মনির উদ্দিন, এডভোকেট আবুল হাশেম।
সংবর্ধিত অতিথি ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল কুমার তালুকদার ও পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া।
অনুষ্ঠানে বার্ষিক স্মরণিকা ‘বন্ধন’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার আড়াইশত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বৃত্তি প্রদান করা হয়।