বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বোয়ালখালী শাখার সম্মেলন আগামী ২৯ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় এ সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক সাগর মিত্র।

বোয়ালখালী শাখার সভাপতি সজল চৌধুরীর সভাপতিত্বে ও সরোজ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পৌর কাউন্সিল সুনীল চন্দ্র ঘোষ, বোয়ালখালী শাখার সহ-সভাপতি শ্যামল মজুমদার, সুব্রত বিশ্বাস সিকিম, অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক রতন চৌধুরী, যুগ্ম সম্পাদক সাজীব বৈদ্য, সাংগঠন্কি সম্পাদক নবজিৎ চৌধুরী রানা, অপু কুমার বৈদ্য, অর্থ সম্পাদক পিংকু কর, সদস্য শ্যামল বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ দক্ষিণ জেলার সভাপতি রমা বৈদ্য ও বোয়ালখালী শাখার সভাপতি ইলা বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন অজিত বিশ্বাস, অমিত লালা, মিহির কান্তি বিশ্বাস, অধীর দে, মিথুন চৌধুরী রণি, প্রভাস চক্রবর্তী, অনিক চৌধুরী বাসু প্রমুখ। খবর বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here