চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শত দুর্যোগে আমি মানুষের পাশে ছিলাম, আমৃত্যু থাকতে চাই। করোনা আক্রান্ত হয়েও মানুষের জন্য কাজ করেছি। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন তারই একটি উদাহরণ।

তিনি বলেন, আমি আগামী সংসদে যোগ দিতে ঢাকা গেলেই হাসপাতালের উন্নয়নে মন্ত্রণালয়ে যাব, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। মোটের ওপর আমার সময়কালের মধ্যেই উপজেলা হাসপাতালকে আধুনিক ও উন্নত করা হবে।

এসময় তিনি কালুরঘাট সেতুর বিষয়ে বলেন, সময় পার হয়েছে অনেক। কথা দিয়েছিলাম এক বছরের মধ্যে এ সেতু দৃশ্যমান করবো। করোনা সবকিছু থমকে দিয়েছে। ইনশাল্লাহ, কাজ আবার শুরু হয়েছে। দুটি সেতুর পরিবর্তে একটি সেতু হবে কালুরঘাটে।

তিনি বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন সম্বলিত করোনা আইসোলেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।

এতে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সা. সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, বেলাল হোসেন, কাজল দে, আবদুল মোনাফ, শামসুল আলম, শফিউল আজম শেফু, সমাজসেবক তছকির আহমদ, মো. শফিক, শফিউল আলম, জানে আলম, কাউন্সিলর শাহজাদা এস এম মিজানুর রহমান, ইমমাঈল হোসেন আবু প্রমুখ।

এর আগে সাংসদ নব নির্মিত করোনা আইসোলেশ সেন্টার ঘুরে ঘুরে দেখেন। এ আইসোলেশন ওয়ার্ড নির্মাণে এগিয়ে আসে “ডা. হারুন-হাছান ওয়েলফেয়ার ফাউন্ডেশন”। বিনা পারিশ্রমিকে বুয়েটের কর্মীরা এটি প্রস্তুত করা করেন। খবর বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here