প্রতিনিধি :
যাত্রীদের নগরে যাতয়াতের জন্য চট্টগ্রামের বোয়ালখালীতে আরো ২টি বিআরটিসির বাস চালু করা হয়েছে। এ নিয়ে ৬ টি বাস চলাচল করছে এ রুটে।
বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) সকাল ৮টায় কানুনগোপাড়া থেকে এ বাস সার্ভিস চলাচল শুরু হয়েছে। কানুনগোপাড়া থেকে নগরীর টাইগারপাস মোড় পর্যন্ত চলাচল করবে এ বাস সার্ভিস। এতে বোয়ালখালী উপজেলার যাত্রী সাধারণের নগর যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।
তিনি বৃহস্পতিবার এ বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেছেন। এর আগে চলতি বছরের মার্চ মাসে চারটি বিআরটিসি বাস বোয়ালখালীতে চালু করা হয়। তবে যাত্রীর চেয়ে পরিবহণ অপ্রতুলতার কারণে দীর্ঘদিন ধরে উপজেলার মানুষ নগর যাতায়াতে ভোগান্তিতে রয়েছে।
বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য অনেকটা সুবিধা হয়েছে বলে জানিয়েছেন অনেকেই। ইউপি চেয়ারম্যান কাজল দে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল নোমানের সঞ্চালনায় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, বিআরটিসি চট্টগ্রাম অঞ্চলের ম্যানেজার আবদুল লতিফ,বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম,ইউপি চেয়ারম্যান এস এম জসিম, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, রিদুয়ানুল হক টিপু, মেজবাহ উদ্দীন পাপ্পু ও কাউন্সিলর তারেকুল ইসলাম প্রমূখ।