নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালী উপজেলা ভূমি অফিসে দুর্ব্যবহারের শিকার হয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের কর্মাশিয়াল ম্যানেজার সাজু চৌধুরী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটেছে।
নিজের একটি সৃজিত নামজারী খতিয়ানের রাজস্ব জমা দিতে গিয়ে তিনি অফিস সহকারী মো. মুছার দুর্ব্যবহারের শিকার হন এ গণমাধ্যমকর্মী। অশ্লীল ভাষায় দুর্ব্যবহারের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনকে অবগত করেছেন সাজু চৌধুরী।
সাজু চৌধুরী জানান, নিজের কিছু জায়গা গত বছরের ৭ এপ্রিল নামজারী খতিয়ান সৃজন করেছিলাম। সম্প্রতি বৈধ প্রয়োজনে জায়গাটি বিক্রি করতে খাজনা আদায় রশিদের দরকার হওয়ায় গত একমাস আগে ইউনিয়ন ভূমি অফিসে গেলে তারা জানায় নামজারী খতিয়ানটি এখনো তামিল করা হয়নি। পরবর্তীতে গত দুই সপ্তাহ ধরে ফাইলটি ইউনিয়ন ভূমি অফিসে পাঠানোর জন্য একাধিকবার গেলেও তা পাঠানো হয়নি।
ওই সময়ে এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. একরামুল ছিদ্দিককে জানালে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অফিস সহকারী মো.মুছাকে দায়িত্ব দেন। এরপরও তা না পাঠানোয় (আজ) মঙ্গলবার উপজেলা ভূমি অফিসে গেলে মো.মুছা ‘…পোয়াইন এসেছে’ কি না মন্তব্য করে অশ্লীল ভাষায় গালিগালাছ করতে থাকেন।
সাজু চৌধুরী বলেন, নামজারী খতিয়ান সৃজন করার সময় নগদ দুই হাজার টাকা দিতে হয়েছিল মো. মুছাকে অথচ তিনি দুর্ব্যবহার করতে বিন্দুৃমাত্র দ্বিধা করলেন না।
গ্রাহকের সাথে দুর্ব্যবহারের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। এ ব্যাপারে গ্রাহকের কাজটি দ্রুত সমাধানের জন্য কানুনগোকে বলা হয়েছে।
২০১৬ সালে বোয়ালখালী উপজেলা ভূমি অফিসে অফিস সহকারী হিসেবে যোগ দেন মো.মুছা। এরপর থেকে ভূমি অফিসে সেবা গ্রহীতাদের নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।