প্রতিনিধি:
পবিত্র মিলাদুন্নবী (সা.) মানেই সব মাখলুকাতের জন্য রহমত। এ রহমতের শ্রুত ধারায় অবিচল থাকাই হচ্ছে ইমান। নবীজি (সা.) এর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত মুমীনের জন্য ফরজ আর এটাই হলো ঈমান
মঙ্গলবার (০২ নভেম্বর) বাদে মাগরীব বোয়ালখালী প্রেসক্লাব’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা এ কথা বলেন। প্রেসক্লাব চত্বরে অনুষ্টিত এ মাহফিলে সভাপতিত্ব করেন, ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের। কাজী এম এস এমরান কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনায় অংশ নেন হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরী ও হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের কাদেরী।
পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করেন মৌলানা মুহাম্মদ হোসাইন ও নাতে রাসুল (সা.) পাঠ করেন মো. বাবর মুনাফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, এম এ মান্নান, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ,, আল সিরাজ ভান্ডারী, আলমগীর চৌধুরী রানা, কাজী আয়েশা ফারজানা, স ম রবিউল হোসাইন, রাজু দে, পুজন সেন, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, মুহাম্মদ হুসাইন মাহমুদ, মো. আবু নাঈম, মুহাম্মদ জুনাইদ।