নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমানকে সিজেএফবি পার্সোনালিটি এ্যাওয়ার্ড’১৯ প্রদান করেছে কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ।

কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ কতৃক ঢাকার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘নদী ও পরিবেশ রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সিজেএফবি পার্সোনালিটি এ্যাওয়ার্ড’১৯ দেওয়া হয়।

সংগঠনের চেয়ারম্যান মো. আতা উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহাজাহান খান এমপি। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি সামছুল হুদা। উদ্ভোদক ছিলেন, তর্কবাগীশ গবেষণা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জমান। স্বাগত বক্তব্য রাখেন, কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ মহাসচিব এম এইচ আরমান চেীধুরী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ সভাপতি লায়ন গনি মিয়া বাবুল এমজেএফ, গবেষক মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান, দেলোয়ার হোসেন, বোয়াখালী পৌর প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান।

এবি/সবুজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here