নিজস্ব প্রতিবেদক: আসন্ন বোয়ালখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইছেন মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। তিনি বিগত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। জহুর পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবদুল হাশেমের ছেলে।
আওয়ামী লীগ পরিবারের সন্তান জহুর পিতার মতোই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় একজন তৃণমূল নেতা। তিনি ১৯৮৬ সালে পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ইউনিয়ন, কলেজ, উপজেলা ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে চট্টগ্রাম আইন কলেজের সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সদস্য। এছাড়া বর্তমানে পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় থাকায় জামায়াত-বিএনপি সরকার আমলে ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় নির্যাতনে শিকার হয়েছিলেন তিনি।
এছাড়া তিনি আর্ত সামাজিক উন্নয়নে ধর্মীয়, ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
তিনি বলেন, ‘গতবারের পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলাম। তবে সে সময়ের প্রেক্ষাপট ছিলো ভিন্ন। এবারও আওয়ামী লীগ মনোনয়ন দেন তবে নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করবো। আমি দলের জন্য একজন সাধারণ কর্মী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী।’