নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে পৌরসভা নির্বাচনে মেয়র পদের ৩ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে মনোনয়নপত্র যাছাই-বাছাইকালে স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি বর্তমান মেয়র হাজী আবুল কালাম আবু ও যুবলীগ নেতা মো.ইদ্রিস আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
এ সময় আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মো.জহুরুল ইসলাম জহুরের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, মেয়র পদ প্রার্থী হাজী আবুল কালাম আবুর ব্যাংক ঋণ থাকায় ও অপর প্রার্থী মো. ইদ্রিস আলম প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
তফসিল অনুযায়ী আগামী ২৪ মার্চ প্রত্যাহার ও ১১ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।