বোয়ালখালী পৌরসভায় করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার ৯টি ওয়ার্ডের ২ হাজার ৩৩২ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান এ কথা জানিয়েছেন।
এছাড়াও আগামী সপ্তাহের মধ্যে আরো ১ হাজার ৮শ বিশেষ ওএমএস কার্ড ও ১ হাজার ২০৪ টি রেশন কার্ড সুবিধাভোগীদের মাঝে দেয়া হবে বলে জানান তিনি।
পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ জানান, সরকারি নির্দেশনা মোতাবেক ৩ দফায় ২৪৮ জন পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে বিশেষ ওএমএস কার্ড ও রেশন কার্ড দেয়া হবে।
৩নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ উদ্দীন জুয়েল জানান, সরকারি বরাদ্দকৃত সহায়তা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ওএমএস ও রেশন কার্ড প্রদান করা হবে। এছাড়া পৌরসভায় ৪৫ জন ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সরকারি নির্দেশিত ত্রান কমিটির মাধ্যমে বরাদ্দকৃত খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে বলে জানান ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন আবু।