নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
আওয়ামী লীগের এ শীর্ষ নেতা নিজের সদস্যপদ নবায়নের মধ্যে দিয়ে তিনি কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, দলের প্রাথমিক সদস্য সংগ্রহে পারিবারিক পরিচয়কে বড় করে না দেখে নতুন সদস্যদের রাজনৈতিক কর্মকান্ডকে গুরুত্ব দেওয়া হবে।
১নং ওয়ার্ড আ. লীগ সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের ত্রান ও পূর্নবাসন সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সা. সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. মোকারম, সহ সভাপতি সফিকুল আলম, পৌর আ. লীগ আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা আ.লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক পৌর প্যানেল মেয়র শাহজাদা এসএম মিজানুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগ সি. যুগ্ন সম্পাদক কাজী খোরশেদ মিলটন, মো. মোরশেদ আলম, ছাত্রনেতা মো. শহীদ।