নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ (পিপিএম)।
তিনি গত ১০ জুলাই বোয়ালখালী থানায় যোগদান করলেও আনুষ্ঠানিকভাবে ১২ জুলাই শুক্রবার বিকেলে বিদায়ী ওসি মো. সাইরুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
নবাগত ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহকে(পিপিএম) বরণ ও ওসি মো. সাইরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান উপলক্ষে বোয়ালখালী থানা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, জাসদ সভাপতি মো. মনির উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. একরামুল ছিদ্দিক, জেলা পরিষদ সদস্য মো. ইউনুছ, মুক্তিযোদ্ধা হারুন মিয়া,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মোশাররফ, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আজম শেফু, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমএ মান্নান, সাধারণ সম্পাদক এসএম মোদ্দাচ্ছের, সাংবাদিক অধীর বড়ুয়া, সিরাজুল ইসলাম ও থানার উপ-পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন।
বোয়ালখালীতে আইন শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ নির্মূলে সকলে সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবাগত ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ (পিপিএম)।