মায়ের কাছে সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি সন্তানের নিকট মা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। একজন সচেতন শিক্ষিত মা পারেন, একটি সুশিক্ষিত সন্তানের জন্ম দিতে। একজন শিক্ষার্থী তার শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে থাকে তার পরিবার থেকে। এজন্য প্রত্যেকটি মাকে এগিয়ে আসতে হবে।’

বোয়ালখালী ডিজিটাল একাডেমিতে মা সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

আজ ২৩ নভেম্বর সকালে একাডেমির অধ্যক্ষ মু. আমিনুল আবেদীন জসীমের সভাপতিত্বে একাডেমির মিলনায়তনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। একাডেমির শিক্ষক পলাশী ধরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সমন্বয় বহুমুখী সমবায় সমিতির সচিব ও একাডেমি পরিচালক স.ম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী ডিজিটাল একাডেমির পরিচালক মু. নজরুল ইসলাম,  শফিকুল আলম বাদল, মু. ইব্রাহিম,  এসএম আবু তৌহিদ, একাডেমির শিক্ষক আনজুমানয়ারা বেগম, সুমনা পারভীন, সোনালী দত্ত, অভিবাবক মো. হারুন, মুক্তি সরকার,  কাজী শায়লা শবনম, ফারজানা ইয়াছমিন প্রমূখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here