নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী রয়েছেন এসএম মিজানুর রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিতাকারী রাজু দে প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় একক প্রার্থী হন তিনি।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেপন, ঘোষিত তফশীল অনুযায়ী বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ছিলো। সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে রাজু দে প্রত্যাহার করে নিয়েছেন। ফলে একক প্রার্থী হিসেবে রয়েছেন মিজানুর রহমান।
এছাড়া একক প্রার্থী হিসেবে রয়েছেন সহ-সভাপতি পদে মো. নুরুন্নবী চৌধুরী, সদস্য পদে শিবু প্রসাদ চক্রবর্তী, মো. খোরশেদ আলম, মৃণাল কান্তি সেন, সমীরণ কান্তি দেব, সেকান্দর আলম বাবর ও অঞ্জলী মিত্র।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ৮টি পদে নির্বাচনের তফশীল ঘোষণা করা হয় গত ২৬ আগস্ট। তফশীল অনুযায়ী গত ২৭ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ৬ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই ও বৈধ মনোনয়ন পত্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয় ৭ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর খসড়া তালিকায় প্রকাশিত প্রার্থীর মনোনয়ন পত্রের বিষয়ে আপত্তি বা বাতিলকৃত প্রার্থীর আপীল দাখিলে শেষদিন ছিলো। গত ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আপীল শুনানী, ১৫ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় এবং ১৬ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিটি। তবে ১৭ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও ৩০ সেপ্টেম্বর নির্বাচনের কথা রয়েছে তফশীলে।
গতবারের নির্বাচনে এসএম মিজানুর রহমান সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন।