স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট দলের পক্ষ থেকে বোয়ালখালী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৫ মে রবিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে নুরুল আলম বলেন, ‘যে কোন কঠিন কাজে সফল হতে হলে থাকতে হবে ইতিবাচক চিন্তাভাবনায়। যা মানুষের জীবনে সব সময় দরকারি। নেতিবাচক চিন্তার মানুষ সারাক্ষণই দুঃখ-হতাশায় ভোগেন, যা ব্যক্তিত্বকে বেশি মাত্রায় ক্ষুন্ন করে।’ তিনি আরো বলেন, স্কাউট মানুষকে নীতিনৈতিকতা বিষয়ে সচেতন করে রাখে।
এতে আরো উপস্থিত ছিলেন স্বপ্নকুঁড়ির ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম রাজু, সভাপতি মো. জাহাঙ্গীর আলম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ, সহ-সভাপতি রাজু দে, সাংবাদিক দেবাশীষ বড়–য়া রাজু, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন সোহেল প্রমুখ।