পূর্ব নির্ধারিত আগামী ১৫ নভেম্বর শুক্রবার বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করেছে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোকারম চেয়ারম্যান জানান, চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল গত ৭ নভেম্বর ইন্তেকাল করাতে এ আসনটি শুন্য হয়। আগামী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলের সহযোগীতা প্রয়োজনে। সম্মেলন হলে আ.লীগের নেতা কর্মীদের মধ্যে বিভেদ বিভাজন সৃষ্টি হতে পারে। এজন্য কেন্দ্রীয় আ.লীগের সাথে আলাপ আলোচনা করে এ সম্মেলন স্থগিত করা হচ্ছে।
উল্লেখ্য, ১৫নভেম্বর বোয়ালখালী আ.লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।