বোয়ালখালী উপজেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আজ ০৭ মে তারিখ উপজেলা নির্বাহী অফিসার জনাব একরামুল ছিদ্দিক -এর সভাপতিত্বে ইউএনও কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এস. এম. সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শামীম আরা বেগম ও ডিজিএম জনাব মোহাম্মদ রফিকুল আজাদ। এ সময়
উপজেলা নির্বাহী অফিসার জনাব একরামুল ছিদ্দিক আযান, ইফতার, সেহেরী ও তারাবীহ নামাযের সময় যাতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকে সে লক্ষে ডিজিএম -কে কঠোর নির্দেশনা প্রদান করেন। ডিজিএম, চপবিস-১, বোয়ালখালী সম্প্রতি বিদ্যুৎ সমস্যার নানান দিক তুলে ধরে আগামীতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার আশাবাদ ব্যক্ত করেন।