চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭০টি কেন্দ্রের মধ্যে বোয়ালখালী উপজেলার ৬৯টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ পেয়েছেন ৫১ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মো. আবু সুফিয়ান ধানের শীষ প্রতীকে  পেয়েছেন ৬হাজার ৫০৪ ভোট।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সিনিয়র জেলা  নির্বাচন কর্মকর্তা রাঙামাটি পার্বত্য জেলা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

মোছলেম উদ্দিন আহমদ ও মো. আবু সুফিয়ান ছাড়াও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here