বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বাদে মাগরিব শ্রীপুর বুড়া মসজিদের ব্যবস্থাপনায় আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।
এতে সভাপতিত্ব করেন শ্রীপুর বুড়া মসজিদের অফিসিয়াল মোতাওয়াল্লী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক।
শ্রীপুর বুড়া মসজিদের ওয়ারিশ মুহাম্মদ নুরুন্নবী চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, দরবারে গাউছে হাওলার সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী, অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা ও মুজাহিদ চৌধুরী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মুত্তালিব।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. হাসন চৌধুরী, মো. জাহাঙ্গীর, মো.ইব্রাহীম, হাজী আবু বক্কর, আনোয়ার হোসেন চৌধুরী, মো. কফিল উদ্দিন, মাওলানা ইয়াকুব, মাওলানা মান্না, জাহেদুল, নিজাম উদ্দিন দুলাল।