নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালী উপজেলার ঐহিত্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেছে ১০ লাখ ১৩ হাজার ৮৯৫ টাকা।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে দান বাক্স খোলার পর গণনা শেষে সন্ধ্যায় এ টাকা হিসাব পাওয়া যায়। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবার ৫মাস পর এসব দান বাক্স খোলা হয়েছে। এ নিয়ে ৩৪ দফায় দান বাক্সের টাকা গণনা শেষে ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। এর আগে গত বছরের ২৬ আগস্ট দান বাক্স খোলা হয়েছিল।
শনিবার সকাল ১০টায় মসজিদের অফিসিয়াল মোতোয়াল্লী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) মো.মোজাম্মেল হক চৌধুরী, প্রশাসনের কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ওয়ারিশান এবং মুসল্লীদের উপস্থিতিতে মসজিদের সব ক’টি দান বাক্স খোলা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনা। টাকা গণনা শেষে মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতিদিনই অসংখ্য মানুষ মসজিদের দান বাক্সে নগদ টাকা-পয়সা ছাড়াও স্বর্ণালঙ্কার দান করেন। এছাড়া গবাদিপশু, হাঁস-মুরগীসহ বিভিন্ন ধরণের জিনিপত্রও মসজিদটিতে দান করা হয়। কথিত আছে, খাস নিয়তে এই মসজিদে দান করলে মনোবাঞ্চা পূর্ণ হয়। এবার ৩৪ দফায় টাকা গণনা শেষে ১০ লাখ ১৩ হাজার ৮৯৫ টাকা পাওয়া গেছে।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, মসজিদের ওয়ারিশান মো. নুরন্নবী চৌধুরী, সাংবাদিক মাসুদুল হক চৌধুরী, অফিস সহকারী মো.মুছা, মোয়াজ্জিন মাওলানা মো.এয়াকুব আলী, ইমাম মাওলানা সোহেল আজাদ, ফরিদ উদ্দিন, আনোয়ার হোসেন, মো. হোসাইন, জয়নাল আবেদীন, এহসানুল করিম, আশরাফ আলী প্রমুখ।