নিজস্ব প্রতিবেদক : সিনিয়র ফায়ারম্যান রিমন বড়ুয়া প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা পদক লাভ করেছেন। ২০১৮ সালে রাঙামাটি কাপ্তাইয়ে পাহাড় ধসের উদ্ধার কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদকে মনোনীত হন তিনি।

মঙ্গলবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সহকারী সচিব মল্লিকা রানী মণ্ডল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রিমন বড়ুয়াকে পদকের জন্য চূড়ান্ত মনােনীত করা হয়।

রিমন বড়ুয়া মোহরা কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংযুক্ত বোয়ালখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত।

রিমন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল বড়ুয়া পাড়ার পিতা দেবপ্রিয় বড়ুয়া ও মাতা সানু বড়ুয়ার সন্তান। ২০১১ সালের ১ মার্চ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যুক্ত হয়ে মানব সেবায় নিযুক্ত হন রিমন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি সরূপ এ পদক প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here