নিজস্ব প্রতিেবদক: বোয়ালখালীর খিতাপচরে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশ্শান নূরানী মিলাদ মাহফিল শাহ মাবুদিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় দরবার প্রঙ্গনে অনুষ্ঠিত হয়।
গত ৯ ডিসেম্বর খিতাপচর দরবারে মাবুদিয়ার সাজ্জাদানশীন অধ্যক্ষ মুফতি আবদুর রহীম আলকাদেরীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন, শাহজাদা আবদুর করিম আলকাদেরী, ছৈয়দুল হক আনছারী, ফরিদ উদ্দিন আলকাদেরী, মাওলানা নজির আহমদ নঙশবন্দী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মাহাবুবুল আলম কাদেরী, নুরুল ইসলাম রহিমী, ইসমাঈল আশরাফী, মাওলানা ফয়জুল্লাহ রেজবী, মাওলানা ইআম উদ্দীন রহিমী, মাওলানা রুহুল আমিন রহিমী, হাফেজ মাওলানা মু. তৌহিদুল আলম, হাফেজ মাওলানা আবদুর রাকিব রাহাত, হাফেজ মাওলানা আব্দুল আহাদ সায়মন প্রমুখ।