নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীর পূর্ব ধোরলা যুব মহল্লা কমিটির মিলাদুন্নবী (সা.) মাহফিল গত শুক্রবার (১৫নভেম্বর) বাদে এশা স্থানীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মো. লিয়াকত আলী মাষ্টারের সভাপতিত্বে মাহফিলে উদ্বোধনী বক্তব্য দেন আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান। আলোচনায় অংশ নেন, আলহাজ্ব আল্লামা কারী শাহ মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন আল বারী, নিকাহ রেজিস্ট্রার ও সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, আলহাজ্ব মাওলানা মো. আইয়ুব কাদেরী, মাওলানা মোহাম্মদ জামাল হোছাইন, হাফেজ মো. আবুল বশর।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আহমদ উল্লাহ, জালাল আহমদ, মো. ইস্কান্দার, যুব মহল্লা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো. সামশুদ্দিন, সভাপতি মো. আরিফুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, হাফেজ মো. মিজানুর রহমান, মো, সাইফুদ্দিন, মো. সেলিম উদ্দিন, মো. রুহুল আমিন, মো. আব্দুল কাদের, সেলিম উদ্দিন, মো. হাসান, মো. এমরান, মো. জোনায়েদ, মো. হেলাল উদ্দিন বাবলু প্রমূখ। এতে বক্তারা বলেন, মুসলমান হওয়ার জন্য যেমন ঈমানের প্রয়োজন, তেমনি মুমিন হওয়ার জন্য রাসুল (সা.)’র প্রতি মহব্বত অপরিহার্য। প্রিয় নবীজির মহব্বত ছাড়া আল্লাহর স্বান্নিধ্য কখনোই সম্ভব নয়। তাই দুনিয়া আখিরাতে কামিয়াবির জন্য প্রিয় নবীজির উপর পূর্ণ আস্থা ও মহব্বত ফরজ।
মাহফিল শেষে মিলাদ ক্বিয়াম ফাতেহা ও আখেরী মুনাজাতের মাধ্যমে মুসলিম মিল্লাত তথা দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়।