নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালের ভাঙনে ঘরভিটেহারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদে শুকনো খাবার ও ৩০ কেজি করে চাউল ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য মো. ইব্রাহীম, সচিব মো. মহিউদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইউনুচ আজম খোকন, মো. ইলিয়াছ, মো. শাহেদ, মো. মামুনুর রশীদ, মো. আবছার, আশরাফ, মোরশেদ ও ইয়াকুব।