নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন দুই ইয়াবা বিক্রেতা।
তাদের কাছে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে জানিয়েছে বোয়ালখালী থানা পুলিশ।
জানা গেছে গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে পশ্চিম খরণদ্বীপের মৃত ইদ্রিসের ছেলে ইমতিয়াজ (৩৫) ও শ্রীপুর এলাকার মৃত শামসুল আলমের ছেলে জাহেদুল আলমকে(২৮) ইয়াবাসহ আটক করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আবদুল করিম।