নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে ৫১০ পিস ইয়াবাসহ আইয়ুব আলী (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আইয়ুব আলী কুষ্টিয়া পৌরসভার উদিবাড়ি কলোনির আনসার আলী ছেলে। তিনি টেকনাফ শীলবুনিয়া থেকে ইয়াবার চালান নিয়ে বোয়ালখালীতে এসেছিলেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।
ওসি বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আসামীকে আজ বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে।