Reporter Name: আলোকিত বোয়ালথালী ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।  তাদের কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

১৪ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার সারোয়াতলীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, দক্ষিণ সারোয়াতলী কঞ্জুরী এলাকার আরতি মাস্টার বাড়ীর হারাধন চৌধুরীর ছেলে তপন চৌধুরী (৩৮) ও একই এলাকার হরিমোহন চৌধুরীর ছেলে শিবু চৌধুরী (৪৫)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email