নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত করেছে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । এ ব্যাপারে একজন কনসালটেন্ট ও দুইজন মেডিকেল অফিসারের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষে হাসপাতালে লাগানো হয়েছে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক ব্যানার।

আজ সোমবার দুপুর পর্যন্ত হাসপাতালে ১১ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়। এর মধ্যে ডেঙ্গুর জীবাণু ধরা পড়েছে ৪ জনের। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালের ল্যাব ট্যাকনোলজিষ্ট জুয়েল দাশ জানান, হাসপাতালে পূর্বে ভর্তি হওয়া পূর্ব গোমদণ্ডীর মকবুল রহমানের পুত্র মিনহাজুর রহমান (২৫) কে পরীক্ষার পর ডেঙ্গুর জীবাণু পজিটিভ পাওয়া যায়। এর পূর্বে একই হাসপাতালের হেলথ ইন্সপেক্টর দুলাল শর্মা ডেঙ্গুতে আক্রান্ত হন।

এছাড়া উপজেলার একটি ফ্যাক্টরির প্রিটিং ম্যানেজার পটুয়াখালী গলাচিপা উপজেলার জামাল হাওলাদারের ছেলে মো. রাসেল (২৯) ও আকুবদণ্ডী গ্রামের আবু তাহের ম্যানেজারের বাড়ির আবুল মনজুরের ছেলে আশরাফুল ইসলাম (২২) ডেঙ্গু রোগ পজিটিভ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, ডেঙ্গু রোগ পরীক্ষার জন্য এ পর্যন্ত হাসপাতালকে দেয়া হয়েছে ৪০টি এনএস১।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস কান্তি মজুমদার বলেন, ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজন মনে করলে আমরা দ্রুত পরীক্ষার ব্যবস্থা করছি। সমস্যা হচ্ছে এ রোগটি এখন জ্বরের মধ্যে সীমাবদ্ধ নেই, হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে রোগী। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here