নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০লিটার চোলাই মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার মধ্যম কড়লডেঙ্গা বড়টিলা পাড়ায় অভিযান চালিয়ে মৃত আবুল ফয়েজের ছেলে জানে আলম (৩৫) ও মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. সৈয়দ প্র.বাচাকে (২৩) আটক করে পুলিশ। তাদের কাছে রক্ষিত প্লাস্টিকের বস্তা ভর্তি ৪০লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয় বলে জানান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকবাল মাহমুদ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামত উল্লাহ পিপিএম বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।