নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৪০ বসতঘর। মঙ্গলবার (১৭মার্চ) ভোরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরুপণ করা যায়নি।
আগুনে মাওলানা নাজমুল হক, ফজলুর হক, আলতাফ হোসেন, আবু তৈয়ব, সাখাওয়াত হোসেন ও করিম উদ্দিনের ১৪টি সেমিপাকা ঘর ও ২৬টি কাঁচা ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।
আগুনে ক্ষতিগ্রস্থ মোহাম্মদ করিম বলেন, জায়গাজমির বিরোধের জেরে এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।