নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে আইন অমান্য করায় ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ( ১১ এপ্রিল) উপজেলার উপজেলা সদর, কালুরঘাট সেতু, পশ্চিম গোমদন্ডী, জোট পুকুর পাড়, কানুনগোপাড়া, কালাইয়ার হাট, দাসের দিঘির পাড়, হাজীর হাট এলাকায় অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জানান, সরকারের নির্দেশনা ব্যতিরেকেই বিভিন্ন হার্ডওয়্যারের দোকান, চা দোকান খোলা রাখা, হেলমেট বিহীন বাইকে ২-৩ জনের চলাচল, উপজেলা প্রশাসন বোয়ালখালী চট্টগ্রাম এর নির্দেশনা অমান্য করে বিকাল ৫ টার পরে দোকান খোলা রাখা, সন্ধ্যা ৬ টার পর বিনাকারণে রাস্তায় ঘোরাঘুরি, প্রশাসনের নির্দেশনা অমান্য করে হাজীর হাট বাজার বসানোয় বিভিন্ন বাইক চালক, পথচারী, মুদি দোকানের মালিক, বাজারের ইজারাদারদের এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এসময় আদালতকে সহযোগিতা করেন ক্যাপ্টেন আব্দুল মুবিনের নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ ও বোয়ালখালী থানা পুলিশ।