প্রতিনিধি

করোনা সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৯ টি ইউনিয়নের ২৯ টি কমিউনিটি ক্লিনিকে কোভিট ১৯ ভ্যাকসিনের গণটিকা দেয়া হয়েছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৫০০জনকে এ ভ্যাকসিন দেওয়া হয়।

No description available.বুধবার (১০ নভেম্বর) উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ৩টি, পোপাদিয়া ইউনিয়নে ৩ টি শ্রীপুর- খরণদ্বীপ ইউনিয়নে ৩টি, আমুচিয়া ইউনিয়নে ২টি ও আহলা কড়লডেঙ্গা ২টিসহ ১৩টি কমিউনিটি ক্লিনিকে গণটিকা দেওয়া হয়।

এছাড়া গত মঙ্গলবার চরণদ্বীপ ইউনিয়নে ৩টি, কধুরখীল ইউনিয়নে ৩টি, শাাকপুরা ইউনিয়নে ৩টি, পশ্চিম গোমদন্ডী ইউনিয়নে ৪টি, পূর্ব গোমদন্ডী ৩টিসহ মোট ১৬টি কমিউনিটি ক্লিনিকে ১৪ হাজার ৫০০ জনকে কোভিট-১৯ ভ্যাকসিন প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জিল্লুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশের ন্যায় বোয়ালখালীতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে গণটিকা দেওয়া হয়। ফলে সাধারণ মানুষের দোর গোড়ায় টিকা পৌঁছে যাওয়ায় উপজেলা হাসপাতালে চাপ কমে এসেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here