নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার ২৮টি প্রাথমিক বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তারা সরজমিনে বিদ্যালয় ভবন পরিদর্শন করে জেলা শিক্ষা অফিসে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৭ এপ্রিল মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নুরুননবীর সই করা এক চিঠিতে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণভবন চিহ্নিত করার নির্দেশনা দেওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তৈরি করা ‘প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ’ শীর্ষক তালিকা থেকে জানা গেছে, বাঁশখালীতে ৪৯টি, পটিয়ায় ১৭টি, আনোয়ারায় ৩২টি, বোয়ালখালীতে ২৮টি, চন্দনাইশে ৫টি, সাতকানিয়ায় ২১টি এবং লোহাগাড়ায় ২০টি, ফটিকছড়িতে ১৪টি, সীতাকুণ্ডে ৬টি, হাটহাজারীতে ১২টি, রাউজানে ৯টি, মিরসরাইয়ে ৪৮টি, রাঙ্গুনিয়ায় ৩৫টি এবং সন্দ্বীপে ৯টি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে।
এছাড়াও নগরের ৬টি শিক্ষা থানার মধ্যে পাহাড়তলীতে ৬টি, পাঁচলাইশে ৯টি, চান্দগাঁওয়ে ৭টি, কোতোয়ালীতে ২টি, ডবলমুরিংয়ে ৫টি এবং বন্দরে ১২টি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামে এখন সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২ হাজার ২৬৯টি। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের ১৭২টি, উত্তর চট্টগ্রামের ১৩৩টি এবং নগরের ৪১টিসহ মোট ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনের সংখ্যা ৩৪৬টি। অর্থাৎ প্রতি ৬টি স্কুলের ১টি স্কুল ভবন শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল আলোকিত বোয়ালখালীকে বলেন, ‘বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১০৭টি। এর মধ্যে ২৮টি বিদ্যালয় ভবন জরাজীর্ণ হয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বিভিন্ন থানা শিক্ষা অফিসকে আমরা ঝুঁকিপূর্ণ ভবনের তথ্য দিতে বলি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মন্ত্রণালয়ে পাঠাতে ৩৪৬টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা আমরা করেছি এবং রোববার (১২ মে) মন্ত্রণালয়ে পাঠানো হবে এ তালিকা।
তিনি বলেন, গত এপ্রিল মাসে বরগুনা জেলার তালতলী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে পড়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়। এ ঘটনার পর দেশব্যাপী ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এবি/ডিবি/পূজন