নিজস্ব প্রতিবেদক :
বোয়ালখালীতে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করেছে খাদ্য গুদাম। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, পৌর কাউন্সিলর সোলায়মান বাবুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিতেন্দ্র দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন কান্তি দে, উপজেলা খাদ্য পরিদর্শক শফিকুল আলম, কৃষক প্রতিনিধি মো.সাইফুদ্দীন।

উদ্বোধনী দিনে কৃষক ভগিরথ কৈবর্ত্যদাশ ও নিধন কৈবত্যদাশের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করে খাদ্য গুদাম।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রূপান্তর চাকমা জানান, খাদ্য বিভাগের আওতায় এবার আমন মৌসুমে বোয়ালখালীত ৪৫৭ মেট্রিক টন ধান কেজি প্রতি ২৬ টাকা দরে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে সরকার।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণে এ কার্যক্রম চলবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here