নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে দেশিয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মধ্যম কড়লডেঙ্গায় অভিযান চালিয়ে মদ বিক্রির সময় আনোয়ার হোসেনকে (৪২) গ্রেফতার করা হয় বলে জানান উপ-পরিদর্শক মো. আরিফুর রহমান সরকার।
তিনি বলেন, মধ্যম কড়লডেঙ্গার আনু বলির বাড়ীর আহমদ হোসেন ছেলে আনোয়ার হোসেন জোড়াপুকুর পাড় এলাকায় মদ বিক্রি করছিলেন। এ সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করলে তার কাছে প্লাস্টিকের বস্তা ভর্তি ২০ লিটার পরিমাণের চোলাই মদ পাওয়া যায়।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম।