নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালীতে ২শত পরিবারে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়া সমাজ সমিতি ও মুজাহিদ আদর্শ সংঘ ক্লাব।

সোমবার (২৭ এপ্রিল) সংগঠন দুইটির যৌথ উদ্যােগে এ খাদ্য সামগ্রী পবিত্র রমজান ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অসহায় হয়ে পড়া পরিবারগুলোর মাঝে দেওয়া হয়।

প্রতিটি পরিবারকে ১৫কেজি চাউল, ৩ কেজি আলু,১কেজি সেমাই, ১ কেজি পেঁয়াজ, ১লিটার সয়াবিন,১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১কেজি চিনি, ১কেজি মুড়ি উপহার হিসেবে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

এ খাদ্য সামগ্রী বিতরণে অংশ নেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার ম্যানেজার, মুক্তিযোদ্ধা আমির হোসেন, ইসমাইল হোসেন চৌধুরী মুন্সি, মো.শহিদুল্লাহ চৌধুরী, সংগঠনের সভাপতি হাজী মো. ইসহাক চৌধুরী, সহ-সভাপতি মো.একরাম, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর, সেলিম, সাধারণ সম্পাদক মো.আলী আকবর, সদস্য ইউছুফ, মাসুদ,আবুল কাসেম, বাহাদুর শাহ, সাদ্দাম, পারভেজসহ সকল সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি হাজী মো. ইসহাক চৌধুরী বলেন, এ সংকটময় সময়ে যার যার অবস্থান থেকে ব্যক্তিগত বা সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবতার হাত বাড়াতে হবে অসহায় পরিবারগুলোর দিকে। এ দূর্যোগ থেকে পরিত্রানের জন্য পবিত্র মাহে রমজানের উছিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে প্রার্থনা করুন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here