নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে ১ হাজার দু:স্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেছে গোমদণ্ডী একাদশ ক্লাব ।
১৮ মে শনিবার বিকেল ৩টায় বোয়ালখালী প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল হক ছিদ্দিকী।
ক্লাবের উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান এ.এস.এম. সাইফুদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো.সাইরুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, গোমদণ্ডী একাদশ ক্লাবের সভাপতি আবুল হাসেম মতি, আজীবন সদস্য দুলাল বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন একাদশ ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো.ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন খোকন, ক্রীড়া সংগঠক মো. হোসেন লেদু ও সাংবাদিক সিরাজুল ইসলাম প্রমুখ।
এবি/সবুজ/ডিবি







