নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা মুকুন্দরাম দাশের হাট এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা আনুমানিক ১০ বছর বয়সী এক মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৪ জুলাই) দিবাগত রাতে রাস্তার ধারে অচেতন অবস্থায় মেয়েটিকে পড়েছিলো বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. হারুনুর রশিদ চৌধুরী ।
খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয় জানিয়ে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুখী বলেন, মেয়েটির জ্ঞান ফিরলেও সে বাকপ্রতিবন্ধি হওয়ায় নাম পরিচয় ঠিকানা বলতে পারেনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উ্ল্লাহ বলেন, বাকপ্রতিবন্ধী মেয়েটিকে পুলিশ হেফাজতে চিকিৎসা শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ে দেওয়া হয়েছে । মেয়েটির প্রকৃত অভিভাবকদের খোঁজ করা হচ্ছে ।