নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে হোম কোয়ারেন্টাইন অনুসরণ না করায় দুবাই থেকে আগত এক প্রবাসীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আছিয়া খাতুন

গত বৃহস্পতিবার দুবাই থেকে দেশে আসেন এই প্রবাসী।

শনিবার (২১ মার্চ) দুপুরে ওই প্রবাসীর বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইনে না থাকার সত্যতা পান ইউএনও।

এ সময় ওই প্রবাসী করোনা আক্রান্ত নন দাবী করে হোম কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানালে জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হওয়ায় তাকে দণ্ডবিধি ২৬৯ এর আওতায় ১০হাজার টাকা জরিমানা ও তার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন ইউএনও।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, বিদেশ থেকে আগত প্রত্যেক প্রবাসী নিজ দায়িত্বে পরিবার ও সমাজের মানুষগুলোর কথা ভেবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকুন। উপজেলা প্রশাসন এ বিষয়ে নজরদারি করছে। অন্যথায় আইন প্রয়োগ করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here