অনলাইন ডেক্স :হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ বোয়ালখালী শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে শুক্রবার বিকেলে উপজেলা সদরে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রমা বৈদ্য।
সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোড়।
সংগঠনের সাধারণ সম্পাদক ইলা বড়ুয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সংগঠনের বোয়ালখালী শাখার সভাপতি সজল কান্তি চৌধুরী, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, জাসদ নেতা শ্যামল বিশ্বাস।
এতে উপস্থিত ছিলেন অপু কুমার বৈদ্য, বোয়ালখালী প্রেসক্লাবের সহ-সভাপতি রাজু দে, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, বিকাশ নাথ, মিহির কান্তি বিশ্বাস, পিংকু কর, সরোজ চৌধুরী, ডা.প্রভাষ চক্রবর্তী, শান্তা বিশ্বাস, রুনু দাশ, শম্ভুনাথ সরকার, প্রদীপ কুমার কর, ভালাবাসা দাশ, আভা চৌধুরী, বিউটি চৌধুরী, জয়শ্রী সূত্রধর, মনিবালা কুরি ও লিটন দে।
সভায় আগামী ১৪ জুন পটিয়া উপজেলায় মহিলা ঐক্য পরিষদ ও শিক্ষক ঐক্য পরিষদের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় বক্তারা সারাদেশে সংখ্যালঘু নির্যাতন নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।