নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল আলম (৬০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জঙ্গল আমুচিয়ার বড়খীল নামক জায়গায় এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসী আবদুল আলম উপজেলার উত্তর কড়লডেঙ্গার ছদর আলী চৌকিদার বাড়ীর মৃত হাকিম মিয়ার ছেলে। তিনি ৪ কন্যার সন্তানের জনক।
স্থানীয়রা জানান, আবদুল আলম গত ৫ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন এবং ব্রুনাই’র যাওয়ার জন্য ভিসা আসায় আবারো বিদেশ যাওয়ার কথা ছিলো। বুধবার ভোরে নিজের জমি দেখতে গিয়ে হাতির পালের কবলে পড়ে যান তিনি। হাতির পদদলিত হয়ে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।