নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের সংস্কার কাজে বালু সরবরাহ করায় আতিকুল ইসলাম(৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে চাঁদা চেয়ে বালু সরবরাহে বাঁধা প্রদান ও বালুবাহী ট্রাক ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনা জানাতে বিকেল সাড়ে ৪টার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলমের সারোয়াতলীস্থ বাড়ির উঠোনে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে জানিয়েছেন ছুরিকাহত আতিকুল।
আহত আতিকুল ইসলাম উপজেলার পশ্চিম সারোয়াতলী খন্দকার পাড়ার শামসু উল্লাহ খলিফা বাড়ীর মৃত নুরুল ইসলামের ছেলে।
বিকেলে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আতিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কান্তা অধিকারী।
এ ঘটনায় হামলাকারী দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহত আতিকুলের ভাই শহীদুল।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম জানান, এ ঘটনা শুনেছি। তবে ওই সময় আমি বাড়ীতে ছিলাম না।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দীন ফারুকী জানান, এ ধরনের কোন ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।