নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে সড়ক দূর্ঘটনায় জীপের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার আরাকান সড়কের শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রি কলেজ এলাকায় বেপোরায়া গতির একটি টেম্পু (চট্টমেট্রো ফ ১১-০২৮৭) প্রাইভেট জীপ গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাপস কান্তি পাল জানান, টেম্পু যাত্রী মো. আবুল কাশেম (৬৬) ও জীপ চালক মো. রুবেল (২৮) নামের দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আবুল কাশেম পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার পরপরই টেম্পু চালক পালিয়ে গেলেও টেম্পুটি জব্দ করেছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক আবু কাউছার। এ ব্যাপারে জীপ গাড়ির মালিক শ্রীপুর বুড়া মসজিদের ওয়ারিশান নুরুন্নবী চৌধুরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত আবুল কাশেম পটিয়া পৌরসভার মধ্যম গোবিন্দেরখীল গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে। তিনি পেশায় মাছের পোনা ব্যবসায়ী বলে জানা গেছে।

এবি/ডিবি/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here