নিজস্ব প্রতিদেক : বোয়ালখালীতে সড়ক দূর্ঘটনায় কামরুল হুদা (২৫) নামের এক মোটর সাকেল আরোহী মারা গেছেন। ২৯ মে বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার আকুবদন্ডী জামতল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত কামরুল হুদা আকুবদন্ডী গ্রামের হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়ীর মৃত শামসুল আলমের ছেলে। তিনি ওমান প্রবাসী ছিলেন।
স্থানীয় জানান, আকুবদন্ডী জামতল মোড়ে সিএনজি চালিত টেম্পুর সাথে মোটর সাইকেলের সংর্ঘষে ঘটনাস্থলেই প্রাণ হারান কামরুল হুদা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই রবিউল করিম জানান, ওমান থেকে গত এক সপ্তাহ আগে দেশে আসে কামরুল। ৩০ মে বৃহস্পতিবার তার পুনরায় বিদেশ যাওয়ার কথা ছিলো।