অনলাইন ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজ পরিবর্তনে যাকাত ও ক্যাশ ওয়াকফের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে বৃহস্পতিবার বিকেলে স্যোশাল ইসলামী ব্যাংক লি. বোয়ালখালী শাখার উদ্যোগে উপজেলা সদরের ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম।
এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাও.মো. ইলিয়াছ সিকদার। শাখা ব্যবস্থাপক এফএভিপি মো. মনিউল আলমের সভাপতিত্বে ও শাখা অপারেশন ম্যানেজার মো.গিয়াস উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জাতিয় শ্রমিক লীগ বোয়ালখালী শাখার সভাপতি সাইদুর রহমান খোকা, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি মো.শাহীনুর কিবরিয়া মাসুদ, পল্লী বিদ্যুৎ সমিতি-১এর জোনাল ম্যানেজার রফিকুল আজাদ, ইউপি মেম্বার সমিতি’র সাধারণ সম্পাদক মো.হাসান চৌধুরী, ব্যবসায়ী এসএম ওমর ফারুক প্রমুখ।