নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে স্বেচ্ছাসেবী ও সমাজ কল্যাণ সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে ফলদ, বনজ ও ওষুধী গাছের চারা রোপন করে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসুচীর শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ আগষ্ট) স্থানীয় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এসএম মিজানুর রহমান। এ কাজে সহায়তা করেছেন সমাজ সেবক এস এম ওসমান, চারা অনুদান দিয়েছেন ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম রাজু, অর্থ সম্পাদক রাজু দে, সাংগঠনিক সম্পাদক পূজন সেন, ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মো. ছাদেকুর রহমান সবুজ, প্রচার ও দপ্তর সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, মো. সালাউদ্দীন, মো. ইমন, মো. সায়েম, মো. জুয়েল, মো. শফিউল সুলতান প্রমুখ ।