নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে গত দুইদিন ধরে মেহেরুন নেছা (১৪) নামের এক স্কুল ছাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে।
নিখোঁজ ছাত্রী উপজেলার আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
এ বিষয়ে ওই ছাত্রীর পিতা দিনমজুর আবদুল শুক্কুর বাদী হয়ে থানায় নিখোঁজ ডায়েরী করেছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কড়লডেঙ্গা ইউনিয়নের আবাসন প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গত বৃহস্পতিবার তার মেয়ে ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর কোন খোঁজ না পেয়ে তিনি বোয়ালখালী থানা পুলিশকে অবহিত করেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ছাত্রীর নিখোঁজের বিষয়টি ছবিসহ বাংলাদেশের সবগুলোকে থানাকে অবহিত করা হয়েছে। ছাত্রীকে উদ্ধারে চেষ্টা চলছে।