নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইয়া রাসুলাল্লাহ (সা.)কনফারেন্স’১৯ আগামী মঙ্গলবার বাদে আসর কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আওলাদে রাসুল (সা.), দরবারে আলীয়া কাদেরীয়া ছিরিকোট শরীফের সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরীকত, মুর্শিদে বরহক, গাউছে জামান, হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.)।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল (সা.) হযরতুলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ্ (মা.) ও হযরতুলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ্ (মা.)।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনজুমানে-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
হুজুর কেবলা (মা.) মাহফিলে বাদে মাগরিব তাশরীফ আনবেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় ও কধুরখীল ইউনিয়ন কমিটির সার্বিক সহযোগিতায় আয়োজিত মাহফিলে শরীক হয়ে রাসুল করিম (সা.) এর রেজামন্দী ও আউলিয়ায়ে কেরামের রূহানী ফয়ুজাত হাসিল করুন।